মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজ ,বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক ও আত্মমানবতার সেবায় নিবেদিত প্রাণ, রোটারিয়ান, মেজর মোহাম্মদ মোস্তফা (অবঃ), চট্টগ্রাম জেলার মিরাসরাই উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়নের রাজাপুর (হাদিমুছা) গ্রামের এক সম্ম্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৬ সালের ১৬ জানুয়ারি জন্মগ্রণ করেন। তার পিতার নাম অলী আহম্মদ এবং মাতার নাম সবুরা খাতুন। স্বীয় জন্মস্থানকে ভালোবেসে দেশপ্রেমে উদ্বুদ্ব হয়ে, নিজগ্রামে ২০১৮ইং সালে “রাজাপুর মেজর মোস্তফা জামে মসজিদ” ২০১৯ইং সালে “মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা স্কুল” এবং “মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজ” প্রতিষ্ঠা করেন।
আরও পড়ুন...