প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা, রোটারিয়ান ,মেজর মোহাম্মদ মোস্তফা (অবঃ),

প্রতিষ্ঠাতার বাণীঃ পথ চলা জীবনের প্রথম থেকে দেশ ও দশের জন্য কিছু করার এবং গরীব দুখী, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্নই আমাকে ব্যাকুল করে তুলতো। সেই সুত্র ধরেই জীবন বাজি রেখে দেশ মাতৃকার ডাকে ১৯৭১ ইং সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ হাতছাড়া করিনি। স্বাধীনতা উত্তর সময়ে একজন মুক্তিযোদ্ধা অফিসার হিসেবে বাংলাদশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে অসীন থেকে দেশ পুনগঠনের কাজের নিজেকে আত্ন-নিয়োগ করি। বাংলাদেশ সেনাবাহিনীতে সুদীর্ঘ ১১ বছরের কর্মময় জীবনের ইতি টেনি ১৯৮২ ইং সালে অকালীণ অবসর গ্রহণ করি। এরপর থেকে স্ব-উদ্যোগে নিজ মালিকানায় একাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলি। মহান আল্লাহর অশেষ রহমতে এবং স্বীয় মেধা ও মননের সমন্বয় ঘটিয়ে শ্রম নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে সফলতা লাভ করি-আলহামদুল্লিাহ। একই সাথে বিভিন্ন সামাজিক ও জন কল্যাণ মূলখ কাজে নিজেকে এনিষ্ঠভাবে সম্পৃক্ত করি। নিজ জন্মস্থানের অবহেলিত অধিবাসীদের দুর্দশাগ্রস্থ জীবন এবং মানহীন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিক শিক্ষা ও সভ্যতার ছোঁয়া লাগানোর চিন্তার ধারাবাহিকতায় ২০১৮ই সালে নিজ গ্রামে রাজাপুর মেজর মোস্তফা জামে মসজিদ এবং ২০১৯ সাথে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা স্কুল একই বছরে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজ প্রতিষ্ঠা করি নেহায়াত নিজ উদ্যোগে ও নিজ খরচে। নিজের ক্রয়কৃত এক একর জমি এই প্রতিষ্ঠান গুলোর জন্য দান করি- ফি সাবিলল্লাহ হিসেবে। সরকার এবং শিক্ষা বোর্ড থেকে অনুমতি পাওয়ার পূর্বেই ৫ তলা বিশিষ্ট আধুকি কলেজ ভবন নির্মাণ করি। এই ভবনে আছে ২৬টি শ্রেণি কক্ষ, প্রায় ৩০০০ শিক্ষার্থীও একত্রে পাঠদানের সু-ব্যবস্থা এবং ৫ম তলার বিভিন্ন অনুষ্ঠান/এসেস্বলরি জন্য মিলনায়তান। এই আধুনিক কলেজ ভবন অনেক বেসরকারী বিশ্ব বিদ্যালয়েও নেই। আমার জীবনের সর্বোচ্চ কষ্ট, ত্যাগ স্বীকার করে ধৈর্য্য সহকাওে এবং অনেক সংগ্রমী মুহূর্ত পার করে শিক্ষা মন্ত্রনালয় ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম থেকে এই কলেজের আনুমোদন ও সকল গ্রæপে পাঠদানের স্বীকৃতি লাভ করি। কলেজের ই.আই.আই.এন নং – ১৩৮৮৪২ নিতে সক্ষম হই-আলহামদুলিল্লাহ। জীবন সায়াহ্নে এসে বলতে চাই “কোন ব্যবসায়িক উদ্দেশ্যে নয় বরং নিজের জন্মস্থান ও দেশকে ভালবেসে, নিজ এলাকার শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন, সমৃদ্ধি ও আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে এব ইহকালীন ও পরকালীন প্রশান্তির জন্য আমার এ ক্ষুদ্র প্রয়াস মাত্র।” মহান আল্লাহর অশেষ রহমতে এবং সকলের সার্বিক সহযোগীতা পেলে ইন-শা-আল্লাহ এই কলেজের মাধ্যমে এই অনুন্নত এবং অবহেলিত জনপদের মানুষ তথা শিক্ষার্থীগন একদিন দেশের এমনকি বিশ্বেও মধ্যে মাথা উচুঁ করে দাঁড়াবে। মহান আল্লাহ আমাদের সকল নেক প্রচেষ্টার কবুল করুন- আমিন।

Copyright © মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজ All rights reserved | Developed by Mustafa Rahaman