ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মোঃ মিজানুর রহমান, বি. এসসি. এম.এসসি (বিএড)
অধ্যক্ষের বাণীঃ সাধারণ অর্থে জ্ঞান, বিদ্যা বা দক্ষতা অর্জন বা আহরণই শিক্ষা। শিক্ষা ছাড়া কোন জাতি সভ্যতার মহাসড়কে পা রাখতে পারেনি। আধুনিক সভ্যতার মানদন্ডে নিজেকে গড়ে তোলার জন্য যুগোপযোগী ও মানসম্মত শিক্ষার বিকল্প নেই। তথ্য ও প্রযুক্তি নির্ভর শিক্ষা জাতীয় উন্নয়নের প্রধান সোপান। প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেকে সফলতার স্বর্ণালী শিখরে আরোহন করাতে শিক্ষা অদ্বিতীয় ভূমিকা পালন করে। সুতরাং এই শিক্ষাকে সঠিকভাবে গ্রহণের জন্য প্রয়োজন একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। যেখান থেকে একজন শিক্ষার্থী তার স্বপ্নের পৃথিবী বিনিমার্ণ করতে পারবে। তাই অজপাড়া গায়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভব করেই বিদ্যমান বাধাসমূহকে অতিক্রম করে এলাকার ছাত্র-ছাত্রীদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে ২০১৯ সাথে প্রতিষ্ঠাতার একক প্রচেষ্টা ও অর্থায়নে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এ কলেজের পাঠপরিক্রমাকে এমনভাবে ঢেলে সাজানো হয়েছে যাতে একজন শিক্ষার্থী সহজে পড়াশোনার প্রতি মোনোযোগী হয়ে উঠে। এ কলেলেজর অন্যতম বৈশিষ্ট্যগুলো হচ্ছে । ক. শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ। খ. নিয়মিত পাঠ আদায়করণ। গ. নিয়মিত ক্লসটেস্ট ও টিউটোরিয়াল পরীক্ষা নেয়া। ঘ. মাসিক পাঠোন্নয়ন, উপস্থিতি ও অনুপস্থিতি রিপোর্ট প্রেরণ। আমাদের স্বপ্ন এ কলেজকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা, যার মধ্য থেকে বেরিয়ে আসবে সত্য, নিষ্ঠাবান, দায়িত্বপূর্ণ, সুশৃঙ্খল এবং কর্মজীবনের উপযোগী জ্ঞান সমৃদ্ধ ছাত্র-ছাত্রীবৃন্দ। এসব শিক্ষার্থী কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ, রাষ্ট্র ও এমনকি বিশ্বের মানুষের কল্যাণে কিছু করতে পারে তবেই সার্থক হবে আমাদের সকল আয়োজন ও সার্ভিক প্রয়াস। আলহামদুলিল্লাহ! এবার ২০২২ সালে এইচ.এস.সি পরীক্ষায় আমাদের পাশের হার ১০০%। ইন্শা আল্লাহ এই কৃতৃত্ব পূর্ণ ফলাফল ধরে রাখার জন্য আমাদের সার্বিক প্রচেষ্টার অব্যাহত রয়েছে। সম্মানিত অভিভাবক ও সচেতন মহল, আসসালামু-আলাইকুম/আদাব । “শিক্ষাই জাতির মেরুদন্ড” যেই জাতি যত বেশি শিক্ষিত, সেই জাতি তত বেশি উন্নত। দুঃখজনক হলেও সত্য যে, আমাদের দেশে শহরের তুলনায় গ্রামের মানুষ শিক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে। কারণ পরিবেশ, সুযোগ সুবিধা ও অর্থনৈতিক অস্বচ্ছলতা। জ্ঞানের সঠিক পরিচর্যা ও প্রয়োজনীয় দিক নির্দেশনার অভাবে গ্রামের অনেক মেধানী ছাত্র/ছাত্রী শিক্ষার আলোকিত ভূবন থেকে অকালেই ঝরে পড়ছে। ফলে উচ্চ শিক্ষিত হওয়ার স্বপ্নই থেকে যায়। এই অনগ্রসর ও পশ্চাদপদ জনগোষ্ঠীর কথা চিন্তা করেই মূলত: “মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজ” এর শুভযাত্রা সূচিত হয়েছে। এই কলেজের পাঠ-পরিক্রমা ও শিক্ষাদান পদ্ধতি, রাজধানীসহ দেশের সেরা কলেজ সমূহের সাথে সঙ্গতি রেখে সাজানো হয়েছে। যার ফলে এই কলেজ থেকে গ্রামের ছাত্র-ছাত্রীরা শহরের নামি-দামী কালেজগুলোর সমমানের এমনকি আরও উন্নত শিক্ষার সুযোগ পাবে বলে অঙ্গিকার করছি। তাই কলেজ ক্যাম্পাসটি পরিশর্দনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।